Posts

Showing posts from May, 2024

কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির

Image
খাস কলকাতায়, আরো ভালো করে বললে উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খুব কাছেই মার্বেল প্যালেসের পাশেই অবস্থিত এই মন্দিরটি খুব সম্ভবত পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির। মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক গণেশের মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের শুঁড়টির অবস্থানও ডান দিকে।  সিদ্ধিবিনায়ক গণেশের বিগ্রহ এই বিল্ডিংটির ইতিহাস  ------------------------------- এই বাড়িটি স্থানীয়দের কাছে মল্লিকবাড়ি নামে পরিচিত। ঊনবিংশ শতাব্দীর গোড়ার কথা, স্বরূপ চন্দ্র মল্লিক,  ৪৮, মুক্তারাম বাবু স্ট্রিটে ৩৬ কাঠা জায়গা কিনেছিলেন। তাঁর পূর্বপুরুষরা রাজস্থান থেকে এসেছিলেন; পারিবারিক ব্যবসা ছিল স্বর্ণ ও রৌপ্যের ('স্বর্ণবণিক'), ব্যবসার লভ্যাংশ জমিতে বিনিয়োগ করা হয়েছিল এবং এমন একটা সময় ছিল যখন মল্লিক পরিবারের এই শাখা কলকাতায় প্রচুর সম্পত্তির মালিক ছিল (কলকাতা মেডিকেল কলেজ যেই জায়গায় সেটিও নাকি এনাদের ছিল)। এই মল্লিকদের সিংহবাহিনী মল্লিক নামেও অভিহিত করা হত, ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবর তাদের 'মল্লিক' উপাধি দিয়েছিলেন।  এই বাড়িটি কিন্তু পাশের মার্বেল প্যালেসের থেকেও পুরোনো। মা...

হাওড়ার বাকসাড়ার নবনারীকুঞ্জের পুজো

Image
এখানে দুটি পুজো হয়, একটি পুরাতন নবনারী ও আরেকটি নতুন নবনারী। পুজোর নাম অনুসারে দুই জায়গা যথাক্রমে পুরাতন নবনারীতলা ও নতুন নবনারীতলা নামে পরিচিত। কবে থেকে কোন পুজো শুরু ও কতদিন চলে  ------------------------------------------------------------ পুরাতন নবনারীর পুজো শুরু হয় বুদ্ধ পূর্ণিমার দিন। নতুন নবনারীর পুজো শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন। দুই পুজোই চলে চার মাস, শ্রাবণ মাসের শেষ রবিবার হাওড়ার চারটি মূল প্রতিমা এবং তার সঙ্গে অজস্র ছোট বড় পার্শ্বপ্রতিমা নিয়ে ব্যান্ডপার্টি ও আলোকসজ্জা সহ বিশালাকার শোভাযাত্রা শুরু হয়, মিট হয় সাঁতরাগাছি মোড়ে| সবার আগে থাকেন শমী চণ্ডী , তারপর দুই নবনারী এবং সবার শেষে রামচন্দ্র। নিরঞ্জন হয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। জনশ্রুতি আছে, বিসর্জনের সময় ট্রামের তার ছিঁড়ে যাওয়ার জন্য ইংরেজ সরকার এই শোভাযাত্রার রাস্তা পরিবর্তনের কথা বলে, তবে জনতা তা কোনওভাবেই তা মেনে না নেওয়ায় ইংরেজ সরকার সেই তার খুলে ফেলতে বাধ্য হয়। নবনারীকুঞ্জর আসলে কি ও এর পিছনে থাকা পৌরাণিক কাহিনী   ------------------------------------------------------------------------------------- রাধিকা ও ...

মহীশূর উদ্যান কলকাতা

Image
এটি কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানের কাঠের ও ইলেকট্রিক চুল্লির মাঝের অংশে অবস্থিত। কি কি দেখার আছে এখানে  ---------------------------------------- সুন্দর একটি উদ্যান ছাড়াও এখানে রয়েছে একটি দক্ষিণী স্থাপত্যের বিষ্ণু মন্দির ও একটি শিব মন্দির। বিষ্ণু মন্দির বিষ্ণু মূর্তি শিব মন্দির এই জায়গাটির সংক্ষিপ্ত ইতিহাস  ----------------------------------------------- এই জায়গাটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মহীশূর রাজ্যের ২৩ তম মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ারের নাম। চামারাজেন্দ্র ওয়াদিয়ার ২২ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে উনি মহীশূরের পুরোনো প্যালেসে জন্মগ্রহণ করেন। উনি সিংহাসনে আরোহন করেন ২৩ সেপ্টেম্বর ১৮৬৮ সালে। ২৫ মার্চ ১৮৮১ সালে উনি মহীশূর রাজ্যের সম্পূর্ণ শাসনভার লাভ করেন ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের রায়ের দৌলতে। উনি ১৮৮১ সালেই 'Mysore Representative Assembly' গঠন করেন। এটি ছিল দেশীয় ভারতে প্রথম আধুনিক, গণতান্ত্রিক আইন প্রণয়ন প্রতিষ্ঠান। ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রার পৃষ্ঠপোষক ছিলেন ইনিই। তিনি নারী শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন এবং কন্নড় বাশোজ্জীবিনী স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ...

হাওড়ার রামরাজাতলার রাম মন্দির

Image
হাওড়া জেলার রামরাজাতলায় এই মন্দিরটি অবস্থিত, প্রায় ২৫০ (মতান্তরে ৩০০) বছর পুরোনো এই মন্দির।  মন্দির প্রতিষ্ঠার ইতিহাস  ---------------------------------- সাঁতরাগাছির প্রখ্যাত জমিদার অযোধ্যারাম চৌধুরী রাজবেশধারী রাম-সীতার পুজো প্রবর্তন করার কিছুদিন পর থেকেই রামমন্দির সন্নিহিত এলাকা রামরাজাতলা নামে পরিচিতি লাভ করে । কথিত আছে রামভক্ত অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশে শ্রী রামচন্দ্রের পুজো করার নির্দেশ পান । সেই স্বপ্নাদেশের রূপায়নে তিনি উদ্যোগী হন বিশালাকারে এবং বারোয়ারি পুজোর আদলে রাম-সীতার পূজার্চনা করতে । কিন্তু সেই সময় এই এলাকায় বারোয়ারি সরস্বতী পুজোর খুব খ্যাতি ছিল। স্থানীয়রা এই পুজোয় মেতে উঠতো। ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধিতা করলেন। দুদলের ধারাবাহিক আলোচনায় শেষমেষ এই সিদ্ধান্ত হলো যে , রাম-সীতার পুজোই বড় করে হবে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে বাঁশ কাটা এবং প্রারম্ভিক পুজোর মধ্য দিয়ে । আর রামসীতার মূর্তির উপরের দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী । শুধু তাই নয় , এও স্থির হয় যে , সরস্বতী পুজোর দিন নন্দীপাড়ার একটি বাঁশবাগান থেকে বাঁশ কেটে এনে খুঁট...

হাওড়া ইছাপুর শমীচন্ডী মাতার মন্দির

Image
 হাওড়া জেলার ইছাপুরে এই মন্দিরটি অবস্থিত, প্রায় ৩০০ বছর পুরোনো এই মন্দির।  মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে জনশ্রুতি -------------------------------------------------- ইনি মা দূর্গার‌ই রূপ। দেবী শমীচন্ডী মূলতঃ বাড়ুই সম্প্রদায়ের আরাধ্যা দেবী। হাওড়ার ইছাপুর অঞ্চলে পানের চাষ হতো। সেই পানের বরজে একসময় শমী পোকার আক্রমণ হয়। শমী পোকার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য শুরু হয় শমীচণ্ডীর পুজো।  বিগ্রহের কথা  ------------------- শমীচণ্ডীর মূর্তির মূল কাঠামোটিও তিনটি মূল প্যানেলে বিভক্ত। মাঝে থাকেন চতুর্ভুজা চণ্ডী, উচ্চতা প্রায় ২৫ ফুট। চণ্ডীমূর্তির ডানদিকে শিব এবং বাঁদিকে পুরন্দর ইন্দ্র। এছাড়াও আছেন একেবারে উপরে গণেশ , দুপাশে লক্ষ্মী, জগদ্ধাত্রী। এছাড়াও নিচে পাশাপাশি জয়া-বিজয়া, ব্রম্ভা, বিষ্ণু, নন্দী-ভৃঙ্গী, মেধস মুনি সহ আরো অনেক দেব দেবী এবং পাশে একটি আলাদা মন্দিরে যমরাজ ও সাবিত্রী-সত্যবান। শিবরাত্রির পরে মণ্ডপেই মূর্তি তৈরির কাজ শুরু হয়। মন্দিরের বিগ্রহগুলি আরো সামনে থেকে মন্দিরের সব বিগ্রহগুলি যমরাজ ও সাবিত্রী-সত্যবান বাৎসরিক উৎসব ও নিরঞ্জন ---------------------------------- প্রতি বছ...