কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির

খাস কলকাতায়, আরো ভালো করে বললে উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খুব কাছেই মার্বেল প্যালেসের পাশেই অবস্থিত এই মন্দিরটি খুব সম্ভবত পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির। মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক গণেশের মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের শুঁড়টির অবস্থানও ডান দিকে। সিদ্ধিবিনায়ক গণেশের বিগ্রহ এই বিল্ডিংটির ইতিহাস ------------------------------- এই বাড়িটি স্থানীয়দের কাছে মল্লিকবাড়ি নামে পরিচিত। ঊনবিংশ শতাব্দীর গোড়ার কথা, স্বরূপ চন্দ্র মল্লিক, ৪৮, মুক্তারাম বাবু স্ট্রিটে ৩৬ কাঠা জায়গা কিনেছিলেন। তাঁর পূর্বপুরুষরা রাজস্থান থেকে এসেছিলেন; পারিবারিক ব্যবসা ছিল স্বর্ণ ও রৌপ্যের ('স্বর্ণবণিক'), ব্যবসার লভ্যাংশ জমিতে বিনিয়োগ করা হয়েছিল এবং এমন একটা সময় ছিল যখন মল্লিক পরিবারের এই শাখা কলকাতায় প্রচুর সম্পত্তির মালিক ছিল (কলকাতা মেডিকেল কলেজ যেই জায়গায় সেটিও নাকি এনাদের ছিল)। এই মল্লিকদের সিংহবাহিনী মল্লিক নামেও অভিহিত করা হত, ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবর তাদের 'মল্লিক' উপাধি দিয়েছিলেন। এই বাড়িটি কিন্তু পাশের মার্বেল প্যালেসের থেকেও পুরোনো। মা...