হাওড়া ইছাপুর শমীচন্ডী মাতার মন্দির

 হাওড়া জেলার ইছাপুরে এই মন্দিরটি অবস্থিত, প্রায় ৩০০ বছর পুরোনো এই মন্দির। 

মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে জনশ্রুতি
--------------------------------------------------

ইনি মা দূর্গার‌ই রূপ। দেবী শমীচন্ডী মূলতঃ বাড়ুই সম্প্রদায়ের আরাধ্যা দেবী। হাওড়ার ইছাপুর অঞ্চলে পানের চাষ হতো। সেই পানের বরজে একসময় শমী পোকার আক্রমণ হয়। শমী পোকার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য শুরু হয় শমীচণ্ডীর পুজো। 

বিগ্রহের কথা 

-------------------

শমীচণ্ডীর মূর্তির মূল কাঠামোটিও তিনটি মূল প্যানেলে বিভক্ত। মাঝে থাকেন চতুর্ভুজা চণ্ডী, উচ্চতা প্রায় ২৫ ফুট। চণ্ডীমূর্তির ডানদিকে শিব এবং বাঁদিকে পুরন্দর ইন্দ্র। এছাড়াও আছেন একেবারে উপরে গণেশ , দুপাশে লক্ষ্মী, জগদ্ধাত্রী। এছাড়াও নিচে পাশাপাশি জয়া-বিজয়া, ব্রম্ভা, বিষ্ণু, নন্দী-ভৃঙ্গী, মেধস মুনি সহ আরো অনেক দেব দেবী এবং পাশে একটি আলাদা মন্দিরে যমরাজ ও সাবিত্রী-সত্যবান। শিবরাত্রির পরে মণ্ডপেই মূর্তি তৈরির কাজ শুরু হয়।

মন্দিরের বিগ্রহগুলি আরো সামনে থেকে

মন্দিরের সব বিগ্রহগুলি

যমরাজ ও সাবিত্রী-সত্যবান

বাৎসরিক উৎসব ও নিরঞ্জন
----------------------------------

প্রতি বছর বাসন্তী পুজোর সপ্তমী তিথিতে এখানে পুজো শুরু হয়। চলে চার মাস, শ্রাবণ মাসের শেষ রবিবার হাওড়ার চারটি মূল প্রতিমা এবং তার সঙ্গে অজস্র ছোট বড় পার্শ্বপ্রতিমা নিয়ে ব্যান্ডপার্টি ও আলোকসজ্জা সহ বিশালাকার শোভাযাত্রা শুরু হয়, মিট হয় সাঁতরাগাছি মোড়ে| সবার আগে থাকেন শমী চণ্ডী , তারপর দুই নবনারী এবং সবার শেষে রামচন্দ্র। নিরঞ্জন হয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে।

জনশ্রুতি আছে, বিসর্জনের সময় ট্রামের তার ছিঁড়ে যাওয়ার জন্য ইংরেজ সরকার এই শোভাযাত্রার রাস্তা পরিবর্তনের কথা বলে, তবে জনতা তা কোনওভাবেই তা মেনে না নেওয়ায় ইংরেজ সরকার সেই তার খুলে ফেলতে বাধ্য হয়।

পূজার সময়সূচী 
-----------------------

প্রতিদিন সকাল ১০ টা ও সন্ধ্যা ৮:৩০।


কিভাবে আসবেন
-------------------------

ট্রেনে এলে নামতে হবে হাওড়া-মেদিনীপুর/খড়্গপুর/পাঁশকুড়া/মেচেদা/উলুবেড়িয়া শাখার দাশনগর স্টেশনে। সেখান থেকে কিছুটা পায়ে হেঁটে/টোটোতে আসলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। 

এছাড়া হাওড়া/কলকাতা থেকে যদি বাসে আসেন তাহলে সাঁতরাগাছি মোড় বা ইছাপুর মোড় বা ইছাপুর জল ট্যাঙ্ক স্টপেজে নামতে হবে। সেখান থেকে এক টোটোতেই পৌঁছে যাবেন মন্দিরের দ্বারে।

গুগল ম্যাপে 'Ichapur Soumochanditala Baroyari Mandir' লিখে সার্চ করলে সঠিক লোকেশন পেয়ে যাবেন।

মন্দিরের সামনের রাস্তা খুব বিশাল চওড়া নয়, চার চাকা নিয়ে এলে পার্কিংয়ের সমস্যা হতে পারে তবে দুই চাকায় সেরকম সমস্যা নেই।

#howrah #ichapur #ichapurshamichandimandir #shamichandimandir #westbengal #westbengaltourism

Comments

Popular posts from this blog

হাওড়ার একমাত্র অক্ষত সেমাফোর টাওয়ার

হাওড়ার বেলুড় রাসবাড়ি

হাওড়ার ডোমজুড়ের নারনা কালীবাড়ি