ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রা ২০২৪

এই রথযাত্রা এবার ৫৩ তম বর্ষে পদার্পন করলো, রইলো তারই কিছু ছবি ও তথ্য। 

স্থান
------

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের উল্টোদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে|

কতদিন চলবে ও সময়
---------------------------

এখানে রথ থাকবে  ১৪ জুলাই অব্দি, সময় বিকেল ৪ টে থেকে রাত ৯ টা অব্দি। সন্ধ্যা ৬:৩০ নাগাদ সন্ধ্যারতি হয়।

রথগুলি_সামনে যাওয়ার পথ রুদ্ধ

রথগুলি

পার্কিং
---------

আউট্রাম রোডের দিকে রথের মেলার গেটের উল্টোদিকেই এনসিসি ক্লাব হাউস, ওয়াইএমসিএ টেন্টের সামনেই দুই ও চার চাকা উভয়ই রাখার ব্যবস্থা করা হয়েছে। 

পূজার ব্যবস্থা ও সময় 
--------------------------

বিগ্রহগুলিকে যেখানে রাখা হয়েছে, সেখানেই এক পাশে পূজার ডালা কেনার একটি কাউন্টার করা হয়েছে। দুইরকম ডালা আছে, ২৫১ টাকা ও ৫০১ টাকার। 

সময় বিকেল ৪:৩০ থেকে রাত ৮:৩০ অব্দি।

জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি

শ্রীল প্রভুপাদের মূর্তি

মূল মণ্ডপের ভিতরে

মূল মণ্ডপের ভিতরে অপূর্ব ঝাড়বাতি

তুলা দান

অনুষ্ঠান ও ভোগ
----------------------

বিগ্রহগুলিকে যেখানে রাখা হয়েছে, তার সামনেই একটি মঞ্চে সারাক্ষন হরিনাম সংকীর্তন হয়| 

এর সামনের রাস্তা দিয়ে সোজা কিডস জোনের দিকে গিয়ে বাম দিকে টার্ন নিয়ে কয়েক পা হাঁটলেই পাবেন একটি প্যাভিলিয়ন, যেখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে ছোটদের নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সেই মঞ্চ যেখানে ছোটদের নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

বিকেলে গেট খোলার কিছুক্ষন পর থেকেই বিনামূল্যে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিলো। মূল প্রবেশ দ্বার থেকে সোজা চলে গেলেই এই কাউন্টারগুলি দেখতে পাবেন।

ভোগ বিতরণের কাউন্টার

স্টল ও প্যাভিলিয়ন   
------------------------

প্রবেশ করেই দেখতে পাবেন রাস্তার দুইপাশে একের পর এক অনেক স্টল করা হয়েছে, গিফট আইটেমের (এখানে ধূপকাঠি, ঘি, ত্রিফলা, হরতকি, হজমি সহ আরো অনেক খাবার জিনিস, বিভিন্ন পূজার সামগ্রী, টিশার্ট, বিভিন্ন শো পিস ইত্যাদি বিক্রি হচ্ছে), গোবিন্দাস (বিভিন্ন ভেজ আইটেম রয়েছে, চাইলে দাঁড়িয়ে খেতেও পারেন), একটি মহাপ্রসাদের স্টল (এখানে খিচুড়ি-আলুর দম, খাজা, হালুয়া, লাডডু ইত্যাদি বিক্রি হচ্ছে), আরেকটু সামনে এগিয়ে দেখতে পাবেন গো সেবার স্টল। 

মহাপ্রসাদের স্টল

গোবিন্দাস

গিফটের স্টল

গো সেবার স্টল

মেলা চত্বরে সারিবদ্ধ স্টল

কিডস জোনের বাম পাশেই একটি বিশাল প্যাভিলিয়ন করা হয়েছে যেখানে বিভিন্ন মডেলের মাধ্যমে শ্রী কৃষ্ণ/শ্রী বিষ্ণুর জীবন/লীলা সম্পর্কিত অনেক ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলির সামনে গিয়ে দাঁড়ালে স্বেচ্ছাসেবকরা সেগুলির প্রেক্ষাপট দর্শনার্থীদের কাছে গল্পের মাধ্যমে তুলে ধরছেন।  

প্যাভিলিয়নে শ্রী কৃষ্ণের বাল্যকালের মডেল

প্যাভিলিয়নে শ্রী বিষ্ণুর দশাবতারের মডেল

প্যাভিলিয়নে শ্রী চৈতন্যের মডেল

রথগুলি যেখানে রয়েছে তার ডান দিকে পর পর দেখতে পাবেন অনেক স্টল, তাতে বিক্রি হচ্ছে নানান ধর্ম সম্পর্কিত বই, একটি স্টলে গীতার বিভিন্ন বাণী নিয়ে আলোচনা চলছিল, এরকম আরো বেশ কিছু স্টল রয়েছে। মাঠের একপাশে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে, কিডস জোন থেকে ফ্রি কুপন পাওয়া যায় এগুলির জন্য।

মেলা চত্বরে বাচ্চাদের রাইডের ব্যবস্থা

বিঃ দ্রঃ 
----------

এবারে রথের একদম সামনে গিয়ে স্পর্শ করতে দেওয়া হচ্ছেনা। সাম্প্রতিক নিউজ রিপোর্টে আপনারা পড়ে থাকবেন যে এবারে জগন্নাথদেবের রথে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সেটিকে টোয়িং করে আনতে হয়েছিল, আমরা ১০ তারিখে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে রিপেয়ারিংয়ের কাজ চলছে। বলরামের রথেও নাকি কিছু রিপেয়ারিংয়ের কাজ হবে শুনলাম।

একটা কথা না বললেই নয়, ময়দানে যেকোনো অনুষ্ঠানে গেলেই খুব ভালো লাগে, চারপাশে সবুজের মাঝে এতো বড় উন্মুক্ত প্রান্তর, অনেক দিন পর ময়দানে গিয়ে অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেল, খুব উপভোগ করলাম।

মেলা চত্বর

#kolkatarathyatra #iskcon #iskconkolkata #iskconkolkatarathyatra #westbengal #westbengaltourism

Comments

Popular posts from this blog

হাওড়ার একমাত্র অক্ষত সেমাফোর টাওয়ার

হাওড়ার বেলুড় রাসবাড়ি

হাওড়ার ডোমজুড়ের নারনা কালীবাড়ি