সপ্তাহান্তে একদিনের ছোট্ট সফরে বর্ধমান

আগের বছর থেকে প্ল্যান ছিল কিন্তু নানান তালেগোলে আর যাওয়া হয়ে ওঠেনি, অবশেষে সেই সুযোগ এলো ২২ ডিসেম্বর, ২০২৪ এ। এদিন যা যা দেখলাম (ক্রমানুসারে) ---------------------------------------- বর্ধমান স্টেশন থেকে আমাদের এদিনের সফর শুরু হয়েছিল। টোটোয় চড়ে (ভাড়া জনপ্রতি ২০ টাকা) প্রথমেই গিয়েছিলাম, ১) ১০৮ শিবমন্দির (দুপুরে ১২-৪ বন্ধ থাকে) শিবমন্দিরগুলি শিবমন্দিরগুলি প্রবেশদ্বার মন্দির চত্বর মন্দির চত্বরে ১০৮ টি ঘন্টা মন্দির চত্বরে মন্দির চত্বরে মন্দির চত্বরের জলাশয় এরপর টোটোয় চড়ে (ভাড়া জনপ্রতি ২০ টাকা) গিয়েছিলাম, ২) সাধক কমলাকান্ত কালীবাড়ি (দুপুরে ১২:৩০-৪ বন্ধ থাকে) সাধক কমলাকান্ত কালীবাড়ি সাধক কমলাকান্ত কালীবাড়ির মায়ের বিগ্রহ সাধক কমলাকান্ত কালীবাড়িতে শিব লিঙ্গ সাধক কমলাকান্ত কালীবাড়িতে লক্ষী গণেশের বিগ্রহ এরপর টোটোয় চড়ে (ভাড়া জনপ্রতি ১৫ টাকা) গিয়েছিলাম, ৩) মা সর্বমঙ্গলা মন্দির (দুপুরে ১-৪ বন্ধ থাকে) মা সর্বমঙ্গলার মন্দির মা সর্বমঙ্গলার বিগ্রহ মা সর্বমঙ্গলার মন্দিরে প্রবেশ করেই রয়েছে এই দুই শিব মন্দির নাট মন্দির মা সর্বমঙ্গলার মন্দির চত্বরে রামেশ্বর শিব মন্দির মা সর্বমঙ্গলার মন্দির চত্বর...