Posts

Showing posts from November, 2024

হাওড়ার ডোমজুড়ের নারনা কালীবাড়ি

Image
হাওড়া জেলার ডোমজুড় ব্লকের অন্তর্গত নারনা গ্রামে এই কালীবাড়ি অবস্থিত। সুপ্রাচীন এই মন্দির ২৫০ বছরেরও (মতান্তরে ৫০০) বেশি প্রাচীন।  দেবী এখানে কালী রূপে বিরাজমান, কিন্তু দেবী দুর্গা রূপেই পূজিতা হন। এই মূর্তি নাকি বানিয়েছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির শিল্পী নবীন ভাস্কর, তাই মা ভবতারিণীর মূর্তির সঙ্গে যথেষ্ট মিলও রয়েছে নারনা কালীবাড়ির মূর্তিতে।  মূল মন্দির মূল ফটক সিংহাসনে দেবতা সমাবেশ ----------------------------- একদিকে ছবিতে দেখা যাচ্ছে সিংহের উপর দাঁড়িয়ে মহিষাসুরমর্দিনী। না, দুর্গা নয় মহিষাসুরমর্দিনী হলেও তিনি কালী। অন্য দিকের ছবিতে সিংহের উপর বসে তিনি বধ করছেন হাতিকে। দেখলেই চেনা যায় জগদ্ধাত্রী হিসেবে হাতি রূপী করিন্দ্রাসুর বধের মূর্তি। এছাড়াও সিংহাসনে রয়েছেন রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রামচন্দ্রকে কাঁধে করে হনুমান, জয়া বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। বিগ্রহ এত দেবতা একসঙ্গে কেন? ------------------------------ একটা সময় ছিল, এই মন্দির আর নিকটবর্তী পঞ্চানন্দ থান ছাড়া গোটা গ্রামে অন্য কোনও দেবতার পুজো নিষিদ্ধ ছিল। গ্রামবাসীদের মনে অন্য দেবতাদের পুজো করার ইচ্ছে...

হাওড়ার বেলুড় রাসবাড়ি

Image
বছর দেড়েক আগে লিখেছিলাম এটি, আজ, রাসপূর্ণিমার শুভ দিনে, এখানে নিজের ব্লগে আবার নতুন করে প্রকাশ করলাম। বেলুড় মঠের সন্নিকটে হুগলি নদীর তীরেই অবস্থিত এটি। সংক্ষিপ্ত ইতিহাস ------------------- কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত দাঁ পরিবারের নাম আপনারা সবাই শুনেছেন আশাকরি। এই পরিবারের সব থেকে বিখ্যাত ব্যক্তি হলেন স্বর্গীয় শ্রী শিবকৃষ্ণ দাঁ মহাশয়। ওনার পুত্র স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র দাঁ মহাশয় ও তাঁর মাতা স্বর্গীয়া শ্রীমতী কাদম্বিনী দাসী কর্তৃক ১৮৯০ খ্রীষ্টাব্দের জুন মাসে প্রতিষ্ঠিত (বাংলার ১২৯৭-এর ২১ জ্যৈষ্ঠ) এই মন্দির। কি কি দেখবেন ------------------ এখানে মূল আকর্ষণ শ্রীশ্রী রাধারমন জিউ-র ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির। এছাড়াও এখানে রয়েছে ২৪ ফুট উঁচু ৬টি আটচালা শিবমন্দির, রাসমঞ্চ, নাটমন্দির, ভোগঘর, ক্লক টাওয়ার, নহবতখানা ইত্যাদি।  ক্লক টাওয়ার রাসমঞ্চ শিব মন্দির ও নহবতখানা নাটমন্দির মূল মন্দিরের সাথে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের সাদৃশ্য রয়েছে,যদিও উচ্চতায় কম। মন্দিরের সামনের অংশ,মেঝে,সিঁড়ি সব শ্বেতপাথরে মোড়া। মন্দিরের গর্ভগৃহে অধিস্থান করছেন শ্রী শ্রী রাধারমন জীউ।কাঠের কারুকার্যমন্ডিত সিংহাসন...