হাওড়ার আমতার শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার আশ্রম

হাওড়া জেলার আমতার খড়িয়প গ্রামে আমতা-উদয়নারায়ণপুর রোডের ধারেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দির ও আশ্রমের ব্যাপারে কিছু কথা ----------------------------------------------- এটি ছাড়াও শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার আশ্রমের শাখা বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন চিড়িয়া মোড়, গুমা (হাবড়া), নানুর ইত্যাদি। চিড়িয়া মোড়ের আশ্রমটি সম্ভবত সব থেকে পুরোনো যেটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। আমতার এই আশ্রমটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। প্রথমে সাড়ে ৬ বিঘা জায়গা দিয়ে শুরু হলেও ক্রমশ তা আড়ে বহরে বাড়তে বাড়তে বর্তমানে এই আশ্রমের জায়গার পরিমাণ ২০ বিঘারও বেশি। বর্তমানের এই সুদৃশ্য অপূর্ব মন্দিরটি এই বছর অর্থাৎ ২০২৫ সালের ১ মার্চ, শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে উদ্বোধন করা হয়। মূল মন্দির মূল মন্দির মূল মন্দির মন্দির চত্বরে কি কি রয়েছে ------------------------------- মূল মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে একটি বিদ্যালয়, নাম বিদ্যার্থী ভবন। এটি ২০১০ সালে প্রতিষ্টিত, ক্লাস ১-৪ অব্দি পড়ার বন্দোবস্ত রয়েছে এখানে। বিদ্যার্থী ভবন এছাড়াও এই আশ্রমের বিস্তীর্ণ জমিতে রয়েছে এনাদের নিজস্ব সবজি চাষের ব্যবস্থা, গোশালা ইত্যাদি। অনেক পো...