Posts

Showing posts from January, 2025

মহানাদ/ব্রহ্মময়ী কালীবাড়ি ও মহানাদ জটেশ্বর শিবমন্দির

Image
হুগলি জেলার চুঁচুড়া সাবডিভিশনের পোলবা-দাদপুর ব্লকের মহানাদ জায়গাটি অতি প্রাচীন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এখানে বিভিন্ন সময়ে খননকার্য চালিয়ে কুষাণ, গুপ্ত ও পাল যুগের নানান প্রত্নসামগ্রী উদ্ধার করেছে। অতীতে নাথ যোগীদের সাধনার পীঠস্থল ছিল এই জায়গা। মহানাদ/ব্রহ্মময়ী কালীবাড়ি ------------------------------- জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী ১৮৩০ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল। স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠা করেন তিনি। ১৮২২ সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় । ১৮৩০ সালে মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজার সময়ে মন্দিরে দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে একই ভাবে মায়ের পুজো হয়ে আসছে।  ব্রহ্মময়ী কালীবাড়ি শোনা যায়, এই মন্দির দেখেই রানি রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির করার অনুপ্রেরণা পান। (যদিও এই নিয়ে দ্বিমত আছে) ব্রহ্মময়ী কালীবাড়িতে মায়ের মূর্তি কষ্টি পাথর দ্বারা নির্মিত এবং মা এখানে পঞ্চমুন্ডীর আসনের ওপর বিরাজমান।  মা ব্রহ্মময়ী এখানে প্রতি অমাবস্যায় ছাগ বলি হয়। ভক্তরা যারা মানসিক করেন তারা এখানে আসেন মানসিক পূরণ করতে। মাঘ ম...