Posts

Showing posts from September, 2024

মনিপুরের মিতেইদের সাথে বাংলার সম্পর্ক

Image
আপনারা সকলেই জানেন যে বেশ কিছুদিন যাবৎ ভারতের উত্তর পূর্বের ছোট রাজ্য মনিপুরে বিভিন্ন উপজাতির মধ্যে খুব ঝামেলা চলছে, সংঘর্ষে প্রচুর মানুষ মারাও গেছেন। সংঘর্ষে প্রধানত দুইটি উপজাতির নাম সামনে এসেছে, মিতেই বা মেইতেই  এবং কুকি। আজ আলোচনা করবো এই মিতেইদের নিয়েই, প্রসঙ্গত বলি এরাই কিন্তু মনিপুরে সংখ্যাগরিষ্ঠ। সংক্ষিপ্ত ইতিহাস  ---------------------- মনিপুরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রথম সপ্তদশ শতাব্দীতে মহান ভক্ত শ্রীল নরোত্তম দাস ঠাকুরের পাঁচ শিষ্য দ্বারা প্রবর্তিত হয়েছিল। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের গান এখনও মণিপুর জুড়ে গাওয়া হয় এবং তাঁর জন্মদিন এখনো ধুমধাম করে পালিত হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু এরপর আসি রাজা ভাগ্যচন্দ্রের কথায়, এনার আমলেই মনিপুরে গৌড়ীয় বৈষ্ণববাদ প্রচারলাভ করে। রাজর্ষি ভাগ্যচন্দ্র ১৭৫৯ সালে সিংহাসনে আরোহণ করেন, কিন্তু ১৭৬২ সালে বার্মিজরা, তার ঈর্ষান্বিত মামার সাথে একত্রে ষড়যন্ত্র করে মণিপুর আক্রমণ করে দখল করে। রাজা তার রানী এবং কয়েকজন পরিচারককে নিয়ে পার্শ্ববর্তী রাজ্য অহোমে পালিয়ে যান, যা বর্তমানে আসাম নামে পরিচিত।  অহোমের রাজা রাজেশ্বর রাজা ভাগ্যচ...